স্বল্প সুদে, সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে সম্ভাবনাময় এসএমই নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা (ফাইন্যান্সিয়াল লিটারেসি) প্রশিক্ষণ নিলেন যশোরের ৪০ নারী উদ্যোক্তা। মঙ্গলবার দিনব্যাপী যশোর শহরের একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংক ঋণ পেতে একজন উদ্যোক্তার কি কি বিষয়ে প্রস্তুতি দরকার হয়, সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্যোক্তাদের ঋণ গ্রহণে নানামুখি সমস্যা তুলে ধরেন উদ্যোক্তারা। সেগুলো নিরূপণে নানা পরামর্শ তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বিকেলে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আনিচুর রহমান। এসময় তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন দরকার। তাহলে দেশের নারীর প্রতি সহিংসতা, নির্যাতন কমবে। আর এসব নারীকেই অর্জন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর চেম্বার অব কর্মাসের সহ সভাপতি কাশেদুজ্জামান সেলিম। উপস্থিত ছিলেন জিএফএ এমএনই স্পেশালিস্ট সুপ্রিয় কুমার ভট্টাচার্য, উত্তরণ এর টীম লিডার কামরুজ্জামান বাবু। দাতা সংস্থা এডিবির অর্থায়নে, বাংলাদেশ ব্যাংক’র ব্যবস্থাপনায় পরিচালিত পোস্ট কোভিট স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট এবং বিআইসি উত্তরণ, টেকনিক্যাল এসিস্ট্যান্টস অব এসপিসিএসএসইসিপি যৌথভাবে এই প্রশিক্ষণ আয়োজন করে। উত্তরণ, সাসবা, এসএমটিসি হেল্থ কেয়ার এবং আনন্দ মেলার সাথে দীর্ঘদিন কাজ করছেন এমন প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা আলোচ্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ফুড প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফট-ব্লক, বাটিক, হ্যান্ড স্টীচ, জুট এন্ড লেদার গুডস, জুয়েলারী ইত্যাদি কাজে ইতোমধ্যে কিছুটা সফলতা পেয়েছেন যশোর শহর, অভয়নগর এবং ঝিকরগাছার এমন নারী উদ্যোক্তারাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
যাযাদি/ এম