বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাইয়ে সাজ আর আমেজ 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৯:০১
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাইয়ে সাজ আর আমেজ 
ছবি: যায়যায়দিন

আগামী কাল ৮ মে, ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন। কবিগুরুর নিজস্ব জমিদারি, তার স্মৃতি বিজড়িত আত্রাইয়ের পতিসরের কাচারি বাড়িতে এ উপলক্ষে বিরাজ করছে সাজ আর আমেজ।

প্রতিবারের ন্যায় এবারও রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হবে তার জন্মোৎসব। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানেকে ঘিরে সাজ সাজ রবে মেতে উঠেছে পতিসর।

এ পর্যন্ত রাজনৈতিক সরকারের অধিনে অনুষ্ঠানমালা হয়ে থাকলেও এবার অন্তর্বর্তী সরাকরের অধিনে অনুষ্ঠিত হচ্ছে কবির জন্মোৎসোব। পতিসরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

আলোচক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এদিকে বিশ্বকবির জন্মোৎসবকে ঘিরে পতিসর ও আশপাশ এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। পতিসরসহ আশপাশের প্রতিটি গ্রাম এখন আত্নীয়-স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাড়ি বাড়ি শুরু হয়েছে অতিথি আপ্যায়নের আয়োজন।

সাবেক ইউপি চেয়ারম্যান ও রবীন্দ্রভক্ত এসএম ফারুক বখ্ত বলেন, কবির জন্মোৎসোব উপলক্ষে সরকারি ভাবে তিন দিনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হিসেবে আমরা সর্বতভাবে সহযোগিতা করছি।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অতিথিদের বরণ করতে দেবেন্দ্র মঞ্চকে প্রস্তুত করা হয়েছে।

নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সেখানে পুলিশ, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন। নওগাঁ জেলা প্রশাসনের সকল আয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করছি। অনুষ্ঠান যাতে করে আকর্ষণীয় ও সফল হয় এ জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যপাক প্রস্তুতি গ্রহন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে