বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাউফলে কলেজ ছাত্রদলের কমিটি গঠন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৯:০৬
বাউফলে কলেজ ছাত্রদলের কমিটি গঠন
ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর বাউফল উপজেলার সাতটি কলেজ ও দুইটি স্কুল এন্ড কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৬ মে) জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সাক্ষরিত চিঠিতে এই কমিটি প্রকাশ করা হয়।

সূত্রে জানা গেছে, বাউফল সরকারী কলেজের সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক রসুল সোয়েব, ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের সভাপতি মো. নাঈম মৃধা ও সাধারণ সম্পাদক মো. জিসান মাহমুদ, কেশবপুর ডিগ্রী কলেজের সভাপতি মো. সাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কলিশুরী ডিগ্রী কলেজরে সভাপতি মো. নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রাজিব মৃধা, ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সভাপতি কাজী লিমন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রাব্বি মৃধা, কাছিপাড়া মো. আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের সভাপতি মো. জিহাদ হাসান, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম, নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সভাপতি রফিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ধুলিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি মো. রাতুল হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক মো. রিফাত, কনকদিয়া স্যার সলিমুল্লাহ্ স্কুল এন্ড কলেজের সভাপতি মো. সাজিদ মুন্সি ও সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম রুখন।

এই কমিটির সংশ্লিষ্টদেরকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে