ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর মুক্তাগাছা সাউথ এপি।
মঙ্গলবার উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী আলিম মাদ্রাসায় প্রতিবন্ধী শিশুদের ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সান্ত্বনা রানী ঘোষ, মার্সেল রংদি, কৃষিবিদ রাকিবুল ইসলাম, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট মোহাম্মদ হেলাল উদ্দিন, ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
এসময় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পাঁচটি ইউনিয়নে মোট ১৭৫ জন প্রতিবন্ধী এবং হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।