বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নেত্রকোনা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৭ মে ২০২৫, ১৯:২৬
নেত্রকোনা বিআরটিএ অফিসে দুদকের অভিযান
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা বিআরটিএ কার্যালয় ও আশপাশের কিছু ফটোস্ট্যাট এবং কম্পিউটারের দোকানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিযেছে দুদক। বুধবার দুপুরে ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারি পরিচালক ভুলু মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বিআরটিএর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি পরিচালক জিএম নাদির হোসেন উপস্থিত না থাকলেও মোটরযান পরিদর্শক রুহুল আমিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদকের সহকারি পরিচালক জানান, গ্রাহক হয়রানি অবৈধভাবে আর্থিক লেনদেন দালাল শ্রেণীর দৌরাত্বসহ নানান অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য উপাত্ত ও প্রমাণাদির উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে