জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ। সমাবেশে বক্তরা সকল গণহত্যার বিচারের দাবি জানান।
একইসাথে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর দায়ের করা সাড়ে ১১ হাজার অবৈধ মামলা বাতিলেরও আহ্বান জানান।