মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে তৃতীয় শ্রেণীর এক শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত চা বাগানের মান্না পাশীকে (২০) দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিকেরা।
বৃহস্পতিবার বাগানের মন্ডবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন চা বাগানের ইউপি সদস্য সুভাস পাশি, পঞ্চায়েত সভাপতি দুলাল বাগতি, সম্পাদক দিপক কৈরী, চাবাগান প্রাথমিক বিদ্যালযের শিক্ষক চন্দ্রজিত পাশী, বাগানের মুরব্বি মো. আব্দুর রশিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত ধর্ষণের চেষ্টাকারী মান্না পাশীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। এদিকে উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মোঃ লোকমান চৌধুরী বলেন, এই ঘটনায় বাগান শ্রমিকরা খুবই উত্তেজিত হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার কৃতকর্মের সাজা ভোগ করার দাবী জানান।
এদিকে উত্তরভাগ চাবাগান এলাকার ওই শিশুর ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুর মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। এতে শুধু ওই মান্না পাশীকে আসামী করা হয়েছে। গেল সোমবার রাজনগর থানার পুলিশ ওই শিশুর জবানবন্দি গ্রহনের জন্য আদালতে পাঠিয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার উত্তভাগ ইউনিয়নের উত্তরভাগ চা বাগানের কোনালাইনের বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্রী ১১ বছর বয়সি ওই মেয়ে শিশু গেল রোববার স্কল থেকে যাওয়ার পথে পার্শবর্তী মন্ডপ লাইনের বাদল পাশির ছেলে মান্না পাশী ওই শিশুটির ভাই তার ঘরে লুকিয়ে আছে বলে জানায়।
এসময় শিশুটি ঘরের দরজার সামনে যাওয়ার সাথে সাথেই মান্না পাশি ঘরের দরজা লাগিয়ে ফেলে। শিশুটিকে বিছানায় ফেলে মুখেগায়ের গেঞ্জি সেটে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মান্না পাশীর ভাই শিবা পাশী বাড়িতে এলে সে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বাগানের হাসপাতালে নিয়ে যায় পরিবার।