সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
গরু জবাই করে জিয়াফতের আয়োজন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৮:০০
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
ছবি: যায়যায়দিন

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় নেত্রকোনার পূর্বধলায় রবিবার জিয়াফতের মাধ্যমে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করে।

এ জিয়াফতের আয়োজন করেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামে প্রতিষ্ঠিত মারকাজু শাহাবুদ্ধিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও আলোচিত ইসলামী বক্তা হাফেজ মাও: রফিকুল ইসলাম মাদানী।

তার নিজ এলাকা লেটিরকান্দা গ্রামে প্রতিষ্ঠিত মারকাযু শাহাবুদ্দিন মাদ্রাসা মাঠে এ জিয়াফতের আয়োজন করা হয়।

এর আগে মাও রফিকুল ইসলাম মাদানী রবিবার সকালে তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষনায় জিয়াফতের মাধ্যমে বিরিয়ানি পার্টির আয়োজনের বিষয়টি জানান দেন।

তার পোস্টে ফ্যাসিবাদ বিরোধী সকল লোকদের দাওয়াত দেন। তারপর উপস্থিত লোকজনদের সাথে নিয়ে নিজেই গরু জবাই, কাটা, রান্নার কাজে অংশ গ্রহন করেন।

জিয়াফতে ফ্যাসিবাদ বিরোধী লোকজন অংশগ্রহন করে। এর আগে গত শনিবার রাত ১০টার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ

জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ছাত্রশিবিরসহ ধর্মভিক্তিক দল ও সংগঠনগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা বিফ্রিংয়ে জানান অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

একই সাথে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ছাত্র-জনতার গণ আন্দোলন দমানোর অভিযোগে বিচারের মুখোমুখি করতে আওয়ামী লীগের বিচারের পথ খুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় ।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর এ নিয়ে টানা তিন দিনের আন্দোলনের মাথায় উপদেষ্টা পরিষদ এ

সিদ্ধান্ত নেয়।

জিয়াফতের আয়োজক হেফাজত নেতা মাও রফিকুল ইসলাম মাদানী বলেন, অবশেষে আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এতে আমরা খুশি।

তবে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনগুলো কোনভাবেই যাতে বাংলাদেশে আর রাজনৈতিক কার্যক্রম, মিছিল মিটিং চালাতে না পরে সে বিষয়ে সরকারকে নিশ্চিত করতে হবে।

বিগত ১৬ বছরে তাদের ফ্যাসিবাদী আচরনের জন্য আওয়ামী লীগে বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে