মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দুমকিতে তীব্র দাবদহে ছাত্রদলের শরবত বিতরণ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৮:৩৮
দুমকিতে তীব্র দাবদহে ছাত্রদলের শরবত বিতরণ
ছবি: যায়যায়দিন

দেশব্যাপী বিরাজমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদল।

সোমবার(১২ মে) দুপুর ১২টায় উপজেলার নতুন বাজারে পথচারী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ করেন তারা। এই উদ্যোগের আয়োজক ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলনেতা মো.শফিকুল ইসলাম সজিব।

এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওবায়দুল ইসলাম ওভি, দুমকি উপজেলা তাঁতি দলের সভাপতি মাসুদ ccহাসান সরদার, সরকারি জনতা কলেজ ছাত্রদল নেতা আমিনুল প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এই মানবিক কর্মসূচি।

শরবত বিতরণ শেষে ছাত্রদল নেতা মোঃ সফিকুল ইসলাম সজিব বলেন, ‘এই প্রচণ্ড গরমে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষজন চরম কষ্টে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পটুয়াখালী জেলা ছাত্রদলের নির্দেশেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরও বলেন, ‘ আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।’ মানবিক এই উদ্যোগে সন্তুষ্ট প্রতিক্রিয়া জানান স্থানীয় সাধারণ মানুষ। শরবত হাতে পেয়ে একজন পথচারী বলেন, ‘এই গরমে এমন ঠাণ্ডা পানীয় যেন প্রাণ ফিরে পেলাম। ছাত্রদলের এই ভালো কাজ আমাদের অনেক স্বস্তি দিয়েছে। তারা যেন ভবিষ্যতেও এভাবে পাশে থাকে, এটাই কামনা করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে