মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ২০:১৯
ডুমুরিয়ায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় শিশু ধর্ষণকারী উজ্জ্বল গাইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বে-সরকারি সংস্থা ভূমিহীন সংগঠন নিজেরা করি ও এলাকাবাসীর আয়োজনে সোমবার (১২ মে) সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তব্যদেন সংগঠনের সভাপতি হরি মোহন মন্ডল, আমজাদ হোসেন,বনচারী মন্ডল, তাপসী মন্ডল, তিলক মন্ডল, ন‌ওরিন খাতুন, এ্যাডভোকেট আলমগীর হোসেন, বিএনপি নেতা খান জিয়াউর রহমান জীবন, নিজেরা করি খুলনা বিভাগীয় সভাপতি পবিত্র সরকার, সংগঠক কামাল হোসেন, পাইকগাছা অঞ্চল সভাপতি সাহাদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় ওই অঞ্চলের শত শত প্রতিবাদী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা এলাকার মৃত বিকাশ গাইনের ছেলে লম্পট উজ্জ্বল গাইন (৫০) ওই এলাকার সাড়ে তিন বছর বয়সী এক শিশু কন্যা কে ধর্ষণ করে। ওই দিন স্থানীয় জনতা ধর্ষককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে ধর্ষিতার মা থানায় মামলা করায় তাকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে বাদী অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে