বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জেলা কমিটিতে ছাত্রলীগ নেতাকে প্রতিষ্ঠিত করার অভিযোগ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১২:৩৮
জেলা কমিটিতে ছাত্রলীগ নেতাকে প্রতিষ্ঠিত করার অভিযোগ 
বক্তব্য রাখছেন কমিটির সদস্য কবীর আহমেদ ভূইয়া। ছবি: যায়যায়দিন

দীর্ঘদিন পর গত ৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

ওই কমিটিতে ছাত্রলীগ নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য কবীর আহমেদ ভূইয়া।

1

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে আবাসিক হোটেল আল ফারুকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, জেলা বিএনপির কমিটিতে ছাত্রলীগ নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে।

একই পরিবার থেকে একাধিক লোককে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির বহু নেতাকর্মী যারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা করেছেন তাদেরকে জেলা বিএনপিতে বঞ্চিত করা হয়েছে।

কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, যেহেতু কেন্দ্র থেকে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে তাই আমি এই কমিটিকে সমর্থন করছি।

তিনি নেতাকর্মীদেরকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আখাউড়ায় একটি ভালো মানের আবাসিক হোটেলের প্রয়োজন ছিল উল্লেখ করে কবীর আহমেদ ভূইয়া বলেন, আশা করি হোটেল আল ফারুক মানুষের সেই প্রত্যাশ্যা পূরণ করবে। তিনি হোটেলটির সফলতা কামনা করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসীন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা সৈয়দ শাহ আমান উল্লাহ, সমাজ সেবক আলহাজ¦ মোঃ ফজলুর রহমান, আল ফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে