বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের উলাইল ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃতিসন্তান ছাব্বির হোসেন ।
গত শনিবার রাজধানী ঢাকাস্থ সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের সরাসরি ভোটে সাব্বির হোসেন সভাপতি নির্বাচিত হয়।
কাউন্সিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাউন্সিলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ১১৫টি ভোট প্রদান করেন। এরমধ্যে সভাপতি পদে সাব্বির হোসেন ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দোদায়েব রহমান ৪৪টি ভোট পেয়েছেন। এছাড়া, সাধারণ সম্পাদক পদে মোঃ রাকিব সিকদার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মিরাজ ৫০ ভোট পান। এর আগে, গত ২০২৩ সালের ২৪ আগষ্ট থেকে সাব্বির সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদেলের আহবায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ব্যাপারে নব-নির্বাচিত সভাপতি ছাব্বির হোসেন বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি । বিশেষ করে, আমার নেতা আমার অবিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের প্রতি। যার দিকনির্দেশনায় আমি আজ এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি ছাত্রদলের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদল কাজ করে যাবে।
যাযাদি/ এসএম