বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বিএনপির কমিটিতে আ. লীগের দোসরদের সুযোগের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১৩ মে ২০২৫, ১৬:১২
টাঙ্গাইলে বিএনপির কমিটিতে আ. লীগের দোসরদের সুযোগের প্রতিবাদে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে দলীয় ত্যাগী ও কারাবন্দি নেতাকর্মীদের উপেক্ষা করে ‘আওয়ামীলীগের দোসরদের’ দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাসাইল উপজেলা সদরে স্থানীয় বিএনপির একাংশ ওই কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুতুল দাহ করে। তারা অ্যাডভোকেট আহমেদ আযম খানকে ‘যে কোনো মূল্যে বাসাইলে প্রতিহত’ করার ঘোষণা দেয়।

1

বিএনপির একাংশের ওই কর্মসূচি চলাকালে দুই পক্ষে সহিংস ঘটনার আশঙ্কায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী কর্মসূচি পালনে বাঁধা দেওয়ায় উপজেলা সদরে রাস্তার উপরই তারা প্রতিবাদ সমাবেশ ও কুশপুতুল দাহ করে।

সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, বাসাইল উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত ১১ মে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপি গঠনে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও কারাবন্দি নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সুবিধাভোগী এবং তাদের দোসরদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, ওই পকেট কমিটি গঠনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বক্তারা ওই ‘একপেশে ও স্বজনপ্রীতিমূলক’ কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা করা হবে বলে জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে