পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, সোমবার (১২ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মোঃ মারুফ হাওলাদার (মারুফ)-সভাপতি, আছাদুল ইসলাম (বাবু)-সাধারণ সম্পাদক ও সাকিবুল ইসলামকে সাংগঠকি সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটির সভাপতি মোঃ মারুফ হাওলাদার (মারুফ) জানান, আমাকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো।