গাজীপুর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মোঃ সেলিম আহমেদকে শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১৩ মে) আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব বুঝে নেন মো: সেলিম আহমেদ। এরআগে, ১১ মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে ওই পদে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সংগঠন প্রেমী এ নেতার পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে শুভকামনা পোস্ট দিতে থাকেন।
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় "গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী একাধারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব, শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য পদে থাকায় তাকে শ্রীপুর পৌর যুব দলের আহবায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করে তদস্থলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আহমেদকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে"।
এ বিষয়ে মো: সেলিম আহমেদ বলেন,' স্বাধীনতার ঘোষণা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। দেশের স্বার্থে দলের যেকোনো নির্দেশনা মেনে চলি। বিএনপি দলকে আমার মনেপ্রাণে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দলের যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যেতে পারলেই জীবন স্বার্থ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।'
প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি অঙ্গসহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন মোহাম্মদ সেলিম আহমেদ। ১৯৯৬ সালের দিকে পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম কাজী খানের হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি তাঁর। তিনি শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মোঃ সাহাব উদ্দিনের ছেলে।