বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দেওয়ানগঞ্জে কামিল মাদ্রাসার পরীক্ষার্থী হামলার শিকার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৩:১৩
দেওয়ানগঞ্জে কামিল মাদ্রাসার পরীক্ষার্থী হামলার শিকার
ছবি-যায়যায়দিন

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একদল শিক্ষার্থী মহসিন ইসলাম নামের এক দাখিল পরীক্ষার্থীকে হামলা করেছে গতকাল মঙ্গলবার দুপুরে ।

স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় হামলার শিকার শিক্ষার্থী প্রাণে বেঁচে যায়।

1

ভুক্তভোগীর ভাষ্য, সে পোল্যাকান্দি দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী । দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার ছয় নাম্বার হলে দাখিল পরীক্ষা দিচ্ছে।

গতকাল মঙ্গলবার আরবি প্রথম পত্র পরীক্ষা শেষে ফারদি নামের আরেক পরীক্ষার্থী ডেকে বলে আলাপ আছে। এই বলে মাদ্রাসা মাঠে ডেকে নিয়ে বেধরক মারধর করে। এবং মারতে মারতে মাদ্রাসার মাঠ থেকে রাস্তায় নিয়ে যায়।

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষার্থী আলী, রিফাত, তাদের বন্ধু মোস্তাফিজুর সহ প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী অতর্কিত হামলা করে । দৌড় দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, সাংবাদিক নূর ইলাহী, আজাদ হোসেন, আবু সাইদ গালিব মাদ্রাসার সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে।

হামলার শিকার মহসিন ইসলাম অধ্যক্ষের কাছে এই হামলার বিচার চেয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, দাখিল পরীক্ষার্থীদের মাঝে মারামারি ঘটনাটি আমি জানিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে