বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৫:১২
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর 
নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধার হাতে চেক তুলে দেন। ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) - এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার ১৪ মে সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

1

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধার হাতে ঋণের চেক তুলে দেন এবং তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব।

তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও যোগ করেন, "এটি মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ।"

ঋণ প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে