শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কীর্তিনাশার সেতুর নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ০৯:৩৯
কীর্তিনাশার সেতুর নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন সেতুর নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

1

অভিযানটির নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, দীর্ঘদিন ধরে সেতুর নিচে বিআইডব্লিউটিএ'র নামে রেকর্ডভুক্ত একটি সরকারি জমিতে অবৈধভাবে একটি পাকা মার্কেট নির্মাণ করা হচ্ছিল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান করা হলেও দখলদাররা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। ফলে বাধ্য হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, নির্মাণাধীন সেতুর নিচে সরকারি জমিতে অবৈধভাবে একটি স্থায়ী মার্কেট গড়ে তোলা হচ্ছিল। বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা মানেনি। সরকারি জমি রক্ষায় আমরা এ অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে