তারুণ্য উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাস ব্যাপী এ প্রশিক্ষণের জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাবের ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করে। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকালে সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয় । জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের পক্ষে সনদ বিতরণ করেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য হেমায়েতুল হক হিমু, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আল আমিন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচীব এম এম মাহবুবুর রশীদ লাবলু,ক্রীড়া সংগঠক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত,প্রেসক্লাবের কার্যকরী সদস্য নুরুন্নবী সামদানী,কাজি সুমন ক্রীকেট একাডেমীর পরিচালক জাতীয় ক্রিকেটার কাজি আসিফ আল আসাদ সুমন, রেফারী সাগর খাঁন,নিউটন,ক্রীড়া সংগঠক সেলিম জোমাদ্দার, মোঃসাফায়েত বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।