ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাতে উপজেলার মনিয়ন্দের কর্নেল বাজার এলাকা থেকে সোহেল রানা নামে ওই কারবারিকে আটক করা হয়। তিনি জেলার সদর উপজেলার বিরাসার গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন মাদক মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।