নতুন এজিএম আসার পর থেকেই অনিয়ম-দুর্নীতি উৎকোচ গ্রহণের আখরায় পরিনত হয়েছে পাবনার সাঁথিয়া পল্লী বিদ্যুৎ অফিস। উৎকোচ না দেওয়ায় ২৪ মে পর্যন্ত বিল পরিশোধের সময় থাকার পরও সাঁথিয়া পিপুলিয়া গ্রামের বকুল হোসেনের ফ্যাক্টরি থেকে মিটার কেটে দেওয়া হয়েছে।
পৌরসভার পুর্ব ভবানী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন মিটার সংযোগ নেওয়ার জন্য আবেদন করে টাকা জমা দিয়েছে অনেক দিন হলো স্কুলের প্রধান শিক্ষক। এজিএমকে উৎকোচ না দেওয়ায় আজ, কাল, পরশু করে ঘুরাচ্ছে প্রধান শিক্ষককে।
বকুল উইভিং ফ্যাক্টরির মালিক বকুল হোসেন বলেন, আমি গত মাসের বিদ্যুৎ বিলের কাগজ পাইনি। এমাসের কাগজ পেয়েছি আমি বিল জমাও দিয়েছি আজ বৃহস্পতিবার (১৫ মে) কিন্তু আমার বিল পরিশোধরের শেষ তারিখ ২৪ মে পর্যন্ত। আমি এজিএমকে উৎকোচ না দেওয়ায় আমার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে আমাকে না জানিয়েই।
এজিএম সয়ঙ বলেন, এই গ্রাহক খারাপ তাই গত মাসের বিল বকেয়া থাকায় আমরা সংযোগ বিচ্ছিন্ন করেছি।