নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হলেন অনিক মাহাবুব চৌধুরী এবং সাধারন সম্পাদক শামসুল হুদা শামীম।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক পত্রে জেলা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি অনিক মাহাবুব চৌধুরী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম জিপু, সাধারন সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান দোলন,
প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদকের পদমর্যাদা) এস.এম সোহাগ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদকের পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান প্রান্ত। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।
জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনায় স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্নাসহ জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহরে আনন্দ মিছিল করেন।