শেরপুর সাংবাদিক জুবাইদুল ইসলাম বাবুর জানাযা আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গনেই অনুষ্ঠিত হলো ।
জুবাইদুল ইসলাম বাবু- ডুবার চর ভাটিপাড়া মোহাম্মদ আলী সরকার বাড়ীর মৃত জালাল উদ্দিন মাষ্টারের ২য় সন্তান । তিনি গতকাল সন্ধ্যায় মৃত্যু বরন করেন , বাবু এক সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহকারী ছিলেন ।
পরে নিজ এলাকা শেরপুরে স্থানীয় বহুল পরিচিত দৈনিক তথ্যধারা পত্রিকায় প্রশাসনিক পদে কাজ করতেন এর পর বিভিন্ন জাতীয় গনমাধ্যমে কাজ করত অবস্থায় সে মৃত্যু বরন করেন ।
জুবাইদুল ইসলাম বাবু জানাযায় উপস্থিত ছিলেন শেরপুরের বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ , সমাজকর্মী ,পেশাজেবী সংগঠন, প্রফেসর, শিক্ষক ও গনমাধ্যম কর্মী বৃন্দ ।