শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১৩:১৪
সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
ছবি: প্রতিকী

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১ টার দিকে উপজেলার কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-কামালের পাড়া গ্রামের মোঃ আফজাল হোসেন (৫৫), মোঃ মিলন মিয়া (২৫) ও মোঃ মোশারফ হোসেন (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়,সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন।

1

একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন।তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়।পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম পরিদর্শন করেন এবং নিহত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে সান্তনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে