কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১৭ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় বাজি ও বাসমতী চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ শশীদল বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে, ফেলে যাওয়া ৭৯ হাজার ৮০০টি ভারতীয় বাজি ও বিপুল পরিমাণ বাসমতী চাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।