রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১০:৪২
ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে যুবকের মৃত্যু
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ার হাটখোলা পাড়ায় পদ্মা নদীতে পানিতে ডুবে আলিফ হোসেন (২৩) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। আলিফ হোসেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া এলাকার তোতা মন্ডল ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৩০মিনিটের সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ার হাটখোলা পাড়ায় পদ্মা নদীতে পানিতে তিনজন গোসল করতে নামে। ৩ জনের মধ্যে আলিফ হোসেন হোসেন পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যন্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তলিয়ে যাওয়া আলিফ হোসেনের লাশ উদ্ধার করে। আলিফ হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

1

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ার হাটখোলা পাড়ায় পদ্মা নদীতে পানিতে ডুবে আলিফ হোসেনের মুত্যু হয়েছে। লাশ উদ্ধার কারে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে