রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১০:৪৪
টঙ্গীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
ছবি: যায়যায়দিন

ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্ডেন টিচার্স সোসাইটি'র ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মানি ও পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা এবং আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ। ঢাকা ডিভিশনাল কিন্ডারগার্টেন টিচার্স সোসাইটি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রওনাক উদ্দিনের সাঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞা, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের উপদেষ্টা কাজী নূরুল আমিন বাবু, লায়ন আবুল কাশেম খান স্বপন, তহিদুল ইসলাম, শামীম আহমেদ ও অহিদুল্লাহ ।

1

প্রধান অতিথির বক্তব্যে ডা: নাজিম উদ্দিন আহমেদ বলেন, ভালো শিক্ষার্থীর পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ভালো ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং জন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে