সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘাটাইলে মাটি কাটার দায়ে চালকসহ ২জন কে কারাদন্ড

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১০:৪০
ঘাটাইলে মাটি কাটার দায়ে চালকসহ ২জন কে কারাদন্ড
এস্কেভেটরের সাহায্যে মাটি কাটা হচ্ছে। ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আলু পাকুটিয়া গ্রামে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করার দায়ে একজনকে একমাস ও অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ।

রবিবার ১৮ই মে রাত ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. লাল মাহমুদ (৫৬) ও চালক মো, জয়নাল (২৫) ।

1

এ সময় মাটি পরিবহন করার (ফরিদপুর মেট্রো-ড১১-০১৬০) এবং (ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬) দুটি ট্রাক রাষ্ট্রের নামে বাজেয়াপ্ত করা হয়। দুটি এস্কেভেটরের (ভেকু) ও দুটি ব্যাটারী জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদের প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলা দিঘর ইউনিয়নে মো. লাল মাহুমুদ জয়নাল নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন।

এ বিষয়টি উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান উপজেলা যদি কোথাও অবৈধ ভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হবে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে