কক্সবাজার উখিয়ায় চাদার দাবিতে দা দিয়ে কুপিয়েছে এক ব্যবসায়ীকে। এ সময় দোকানের মালামাল লুটপাট করা হয়। আহত ব্যবসায়ী আরিফকে (২৫) রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ মে) উখিয়ার কোট বাজার স্টেশনের কাঁচা তরকারির দোকানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা পালং ইউনিয়নের পিনজিরকুল গ্রামের মোঃ আব্দুস সালামের পুত্র মোহাম্মদ আরিফ একজন কাঁচা তরকারি ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি কোট বাজার স্টেশনে ব্যবসা করে আসছিল।
শাহাবুদ্দিন, শাহজাহান ও রফিক অভিযোগ করে বলেন, কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী অতর্কিত অবস্থায় দোকানে এসে ব্যবসায়ী আরিফের উপর ন্যাক্কারজনক হামলা চালায়।পার্শ্ববর্তী দোকানদার এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আহত আরিফ বলেন, চাদার দিতে অনীহা প্রকাশ করায় পশ্চিম রত্না গ্রামের দিল মোহাম্মদের পুত্র মোঃ সোহেল ও কামালের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
বিষয়টি উখিয়া থানার পুলিশকে অবহিত করা হয়েছে বলে আহত পরিবার জানিয়েছে।