মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের জের

গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১২:৩৮
গৌরনদীতে  বিএনপি নেতাকে কুপিয়ে জখম
হামলার শিকার আব্দুস সালাম মাঝি। ছবি: যায়যায়দিন

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে সরকারি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জের ধরে হামলার শিকার হয়েছেন আব্দুস সালাম মাঝি (৫৩) নামে স্থানীয় এক বিএনপি নেতা।

গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সালাম মাঝি বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ধানডোবা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতের ছেলে আরমান মাঝি আজ সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

1

স্থানীয়রা জানায়, ধানডোবা এলাকার একটি সরকারি খাল দখল করে দোকান নির্মাণ করছিল সরোয়ার চৌকিদার। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠার পর রোববার ১৮ মে বিকেলে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আহতের ছেলে ও ছাত্রদল নেতা আরমান মাঝি বলেন, উচ্ছেদের জন্য আমার বাবাকে দায়ী করে সোমবার ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে দখলকারী সরোয়ার চৌকিদার, কাসেম চৌকিদার ও আলিমসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে বাবার ওপর হামলা চালায়।

এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে তিনি গুরুত্বর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত সরোয়ার চৌকিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে