রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিজ ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
এদিকে নিজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রতিবাদের নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। একইসঙ্গে নিরাপত্তাহীন ক্যাম্পাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
বর্তমানে আহত শিক্ষার্থী আরাফাত শাওন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিলেন শাওন।
এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তার মুঠোফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে।
এরপর তিনি নিজেই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখান থেকে তাকে রামেক-এ ভর্তি করা হয়।
অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, আরাফাতের পেটে দুই জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। কাল রাতেই তার অপারেশন সম্পন্ন হয়েছে।
ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণেই শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এবং ক্যাম্পাস ও হল এলাকার নিরাপত্তা নিশ্চিত করে।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের জন্য প্রতিটি স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত নিরাপত্তা টহল এবং গেট নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দ্রুত উন্নয়নের দাবি জানান তারা।