নীলফামারীতে অংশগ্রহনমূলক প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার হাড়োয়া খ্রিষ্টান মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সোমবার দিনব্যাপী চলতি বছরের জন্য কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়।
সিটিজেন ভয়েস এন্ড একশন(সিভিএ) কার্যকরী দলের সদস্যদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের সহযোগীতায় সেবাদাতা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দদের সমন্বয়ে প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্ম পরিকল্পনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাক্সে, সিবিএ মূলদলের সভাপতি দুলাল হোসেন, ইউএনডিসির সভাপতি তৈয়বুর রহমান প্রমূখ।