বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নেশার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দিল ছেলে

গাজীপুর সদর প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ২০:০১
নেশার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দিল ছেলে
ছবি: যায়যায়দিন

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে নেশার টাকা না পেয়ে বাবার বসত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল মাদকাসক্ত এক ছেলে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশায় জড়িয়ে পড়ে। পরিবার থেকে বহুবার নেশা ছাড়ানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এক পর্যায়ে তাকে রিহ্যাবে পাঠানো হয় এবং পরে তাবলিগ জামাতের চিল্লায়ও নিয়ে যাওয়া হয়। কিন্তু কোন কাজই হয়নি।

1

জানা যায়, নাজমুল প্রায়ই নেশার টাকার জন্য তার বাবাকে চাপ দিত। টাকা না পেলে ভাড়াটিয়াদের দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখাত। সম্প্রতি সে তার বাবাকে জমি বিক্রি করে টাকা দিতে বলে। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে বসতঘরে আগুন লাগিয়ে দেয় নাজমুল। ছেলের এমন ভয়ংকর কর্মকাণ্ডে তিনি ভীত ও অসহায়। ইতোমধ্যে তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং ছেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে মাদকাসক্ত নাজমুলকে আটক করে হয়েছে। ভুক্তভোগী বাবা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে