বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মুসলমানদের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়না: তাজিরুল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ২০ মে ২০২৫, ২০:১৬
মুসলমানদের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়না: তাজিরুল
ছবি : যায়যায়দিন

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদেও সেক্রেটারি জেনারেল মোঃ তাজিরুল ইসলাম আ’লীগের শাসনামালের সমালোচনা করে বলেছেন, বিগত ১৫-১৬ বছরে ডিজিটাল দূর্নীতি ডিজিটাল চুরি হয়েছে। গুম-খুনসহ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি নামাজ পড়বেন, রুজা রাখবেন আর পকেটে ঢুকাবেন। তাই মুসলমানদের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়না। মঙ্গলবার মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

তাজিরুল বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাস কেন? হালুয়া রুটি খবার জন্য ? এটাই কি আমাদের মাথায় ছিল? মুক্তিযুদ্ধেও পর থেকেই অর্থনৈতিক বৈষম্য ছিল। এখনো বৈষম্যহীন সমাজ কি আমরা পেয়েছি। এখনো আমরা অনেক খারাপ অবস্থায় আছি।

1

মুক্তিযোদ্ধা পরিষদের সেক্রেটারি আরও বলেন, আমরা চাই দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। একদল সৎ লোক তৈরি করতে। সৎ লোকের শাসন পরিচালনা করতে। তাই আমাদের (জামায়াতের) দুজন মন্ত্রী ছিলেন। সবাইকে দুর্নীতিতে পাওয়া গেলেও উনাদেও মন্ত্রনালয়ে কোন দুর্নীতি পাওয়া যায়নি। শেখ মুজিবের সমালোচনা করে মোঃ তাজিরুল বলেন, পার্লামেন্টে দাড়িয়ে শেখ মুজিব ১০ মিনিটিরে মধ্যে গণতান্ত্রিক দল উপহার দিয়েছিলেন। সে দলটির নাম ছিল বাকশাল। এই স্বৈরশাসন করেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

তিনি বলেন,উনার মেয়ে (হাসিনা) এসে ১৬ বছর শাসন করে দিনের ভোট রাতে দিলেন। গুম-খুন আর চাদাবাজি অর্থপাচারসহ দলকে নানা সুযোগ সুবিধা দিলেন। আমরা চাই আখেরাতে নাজাত। তাই মুসলমানদের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়না। জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা পরিষদেও উপদেষ্টা প্রকৌশলী মোঃ সায়েদ আলী। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাওলানা নাইম উদ্দিন, মোস্তাক আহমদ মমসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে