প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা ছাত্র; আর এ ধরনের কোনো কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।’
ছাড়া পাওয়া তিনজন হলেন: বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি (২৬), সংগঠনটির ঢাকা মহানগর যুগ্ম সদস্যসচিব ফারহান সরকার দিনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মোহাম্মদ উল্লাহ জিসান (২৪)।
হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ভাষ্য: সোমবার (১৯ মে) রাতে ‘কয়েকজন ছেলে’ তার বাসার সামনে হইচই করছিল। তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টাও করে। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসে।
পরে ওই বাড়ির নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পুলিশের বিতণ্ডা হয়। গোলাম মোস্তফাকে আওয়ামী লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের জন্য চাপ দেয়া হয়।
পরে পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয় দেয়া তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে সংস্থাটি।