চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচন করায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হেলাল উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ মাহামুদুর রহমান (মাদু) 'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ।
নুরুল হুদা বাবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশুদ্দিন মেম্বার, বাবু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান, নওশা মিয়া সওদাগর, খুরশিদ আলম চৌধুরী
মাষ্টার রিয়াজ উদ্দিন, আবদুস সালাম কোম্পানি, গোলাম রাসুল বাবুল, সেলিম উদ্দিন, মুজিবুল হক খোকা আমীর হোসেন, ফয়েজ আহমেদ, সিরাজুল মোস্তফা, মাহফুজুর রহমান, কামাল উদ্দিন তালুকদার, এড. রশীদ আহমদ হিরো, শাহজাহানন চৌধুরী, মোজাম্মেল হক মেম্বার, এসকান্দর মীর্জা, শাকিল মাহমুদ চৌধুরী, সেলিম উল্লাহ, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, শিল্পপতি সাইফুল ইসলাম হিরু, আবু ছাদেক সিবলু, এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, সহসাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নুরুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ হিরু, ফোরকান সোলেমান, জয়নাল আবেদীন, মামুনুর রশীদ, আবদুল আজিজ, ইসমাইল সওদাগর, নাসিরউদ্দিন, হামিদুর রহমান খান, আবদুল মান্নান রানা, রিয়াদ হোসেন মিনহাজুর রহমান অমিত, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শহীদুল ইসলাম, বৈলতলী ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিম চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন বিএনপির নেতা সিকান্দার বাদশা প্রমুখ।আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হেলাল উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।