বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রহমতগঞ্জের কাছে হার চ্যাম্পিয়ন মোহামেডানের 

ক্রীড়া ডেস্ক
  ২১ মে ২০২৫, ১৭:৩৭
রহমতগঞ্জের কাছে হার চ্যাম্পিয়ন মোহামেডানের 
 মোহামেডানকে হারানো উচ্ছ্বসিত রহমতগঞ্জের খেলেয়াড়রা

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডানের লিগ শিরোপা নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখেই। চ্যাম্পিয়ন হওয়ার পর রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নেমেছিল সাদা-কালো জার্সিধারীরা। আজ বুধবার (২১ মে) সেই ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ৪-৩ গোলে হারিয়েছে মোহামেডানকে।

1
আগের দিন ২-১ স্কোরলাইনে এগিয়ে থাকা মোহামেডান বাকি অংশের খেলায়ও জালের দেখা পেল। কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে তাদের ছাপিয়ে গেল রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) শিরোপা জয়ের সুবাস মেখে খেলতে নামা সাদাকালো জার্সিধারীদের হারিয়ে দিল পুরান ঢাকার দলটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যাওয়া ম্যাচের বাকি অংশের খেলা হয় আজ বুধবার। এগিয়ে থেকে ম্যাচের এই অংশ শুরু করা মোহামেডান শেষ পর্যন্ত হেরে গেছে ৪-৩ গোলে।

মঙ্গলবার ১৮ মিনিটের খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেসময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১-এ এগিয়ে ছিল গত রাউন্ডে শিরোপা নিশ্চিত করা মোহামেডান। এদিন বাকি অংশ শুরুর পর ৩১তম মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।

ছয় মিনিট পর জুয়েল মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ।

৮৪তম মিনিটে মামুদ ওশি ম্যাচে সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ডের দ্বিতীয়বারের লক্ষ্যভেদে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লিগে অষ্টম জয় তুলে নেয় দলটি।

মোহামেডানের চলতি লিগে এটি দ্বিতীয় হার। প্রথম লেগে মোহামেডান শেষ ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে হেরেছিল। দ্বিতীয় লেগে আবাহনী ও ফর্টিজের বিপক্ষে ড্র করেছিল মোহামেডান। ফলে ১৬ ম্যাচে মোহামেডানের ৩৮ পয়েন্ট।

মোহামেডানকে হারিয়ে এখন রানার্সআপের দৌড়ে রহমতগঞ্জ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ ও ব্রাদার্স যৌথভাবে চতুর্থ স্থানে। সমান ম্যাচে বসুন্ধরা কিংস ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে