ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডঃ সালমা লাইজু, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোছাঃ নাছরিন আক্তার, সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দিন কায়সার স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা অরুণিমা কাঞ্চি সুপ্রভা , সঞ্চালনা করেন তারাকান্দা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নাসরিন সুলতানা, কৃষি অফিসার কাউসার, সমবায় অফিসার কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রকল্পে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী প্রমুখ।
এসময় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদসহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।