জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা প্রয়াত শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব তুহিন ইসলাম, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সদর উপজেলা জাগপার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
দেবীগঞ্জ উপজেলা জাগপার সভাপতি তপু ইসলাম, সাধারণ সম্পাদক মোবাশ্বের রাসেদীন, আটোয়ারী উপজেলা জাগপার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহজাহান আলী,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বোদা উপজেলা জাগপার সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকসেদুল ইসলাম,
স্মরণ সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।