বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলছড়িতে আইনশৃঙ্খলা সভা থেকে ৬ ইউপি চেয়ারম্যান আটক

সাঘাটা ও ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৮:১৪
ফুলছড়িতে আইনশৃঙ্খলা সভা থেকে ৬ ইউপি চেয়ারম্যান আটক
প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি'র সভা থেকে ইউনিয়ন পরিষদের ৬ জন চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা।

সেই সভা শেষে মিলনায়তন থেকে বের হওয়ার মুহূর্তে পুলিশের একটি ইউনিট ওই ৬ জনকে আটক করে।

1

আটক ইউপি চেয়ারম্যানরা হলেন- কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের কামাল পাশা, গজারিয়া ইউনিয়ন পরিষদের খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের আজহারুল হান্নান, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আব্দুল মান্নান আকন্দ।

এ ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন।

অনেকেই এটিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই এখনই কোনো নিশ্চিত তথ্য দেওয়া যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না বা আদালতে পাঠানো হবে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে