বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
হাতির আক্রমনে দুইজনের মৃত্যু

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় শোক প্রকাশ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১৭:৪৮
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় শোক প্রকাশ
শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় অতিথিরা: ছবি যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার (২১ মে) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় সমস্যা তুলে ধরে ও গতকাল মঙ্গলবার রাতে পাহাড়ে বন্য হাতির আক্রমণে দুইজনের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

1
এ ছাড়াও, উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং অবৈধ বালু বন্ধ ও মাদকের অভিযান অব্যাহত থাকায় কমিটির সভাপতি ও সদস্য সচিবকে সদস্যরা ধন্যবাদ জানান।

এ সময় চাদাঁবাজি বন্ধে বক্তব্য রাখেন শ্রীর্বদী সেনা ক্যাম্পের ইনচার্জ ল্যাপটেন মুনতাছির, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ওসি আল আমিন, জামায়াতের আমির মাওলানা নূরল আমিন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, বিজিবি কমান্ডার ও সিনিয়র সাংবাদিক এস,কে সাত্তার, গোলাম রব্বানী-টিটুসহ কমিটির অন্য সদস্যরা।

একই বৈঠকে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা, উপজেলা নারী/শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রতি কমিটির সভা ও আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি সভা ইউএনও আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বন্যা নিয়ন্ত্রনে করণীয় ও আইন শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে