ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালি নদীর পাশে হাওলাদার বাড়ীর সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালি নদীর পাশে হাওলাদার বাড়ীর সামনের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের কোনো পরিচয় মেলেনি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবরপেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।