সংস্কারের প্রয়োজনে ২১ মে বুধবার থেকে ২ জুন পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক।
বন বিভাগ জানিয়েছে, পার্কের কোর সাফারিতে বিভিন্ন হিংস্র প্রাণীর বসবাস। সেখান বিদ্যুতের মাধ্যমে ৫টি দরজার ১০টি অংশ খুলে পর্যটক মিনিবাস যাতায়াত করে। কিন্তু কিছুদিন ধরে এই দরজাগুলোয় বিভিন্ন সমস্যা দেখা দেয়। ফলে সংস্কার জরুরী হয়ে পড়ে।
বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংস্কারে উদ্যোগ নেওয়ার পর পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণের প্রয়োজনে কোর সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে বনবিভাগ সেটি বন্ধ ঘোষণা করে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বন্ধের সময় পার্কের অন্যান্য সকল অংশ পূর্বের মতোই চলমান থাকবে।