শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

লৌহজং উপজেলা হেফাজতে ইসলামের পরিচিতি সভা 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ২০:১০
লৌহজং উপজেলা হেফাজতে ইসলামের পরিচিতি সভা 
ছবি : যায়যায়দিন

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় হেফাজতে ইসলামের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় লৌহজং উপজেলার বেজগাঁও নুরুল আরাবী মাদ্রাসা ও মিজানীয়া ওয়াসিফিয়া ফাইজুল উলুম কিন্ডারগার্টেনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সালমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোকাররমের সঞ্চালনায় উক্ত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

1

এই পরিচিতি সভায় বক্তব্য রাখেন হযরত মাওলানা হেলাল উদ্দিন, প্রধান উপদেষ্টা, লৌহজং উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ, হযরত মাওলানা মোবারক হোসাইন সিনিয়র সহ সভাপতি, লৌহজং উপজেলা হেফাজতে ইসলাম, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, হযরত মাওলানা হাসান জামিল, নূর মোহাম্মদ, আশরাফ আলী, শাহ মাখদুম, ইমাম হাসান, আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, গত শনিবার সকালে উপজেলার হলদিয়া সাহাবা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক বৈঠকে লৌহজং উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে হাফেজ মাওলানা মো. সালমানকে সভাপতি ও মুফতি মোকাররমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে