নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্নার সঞ্চালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১ম সহ-ষভাপতি ফখরুল ইসলাম রবিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু। প্রস্তুতি সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল আলম সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা কাওসার আহমেদ প্রমুখ।
প্রস্তুতিসভায় সকল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।