আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সড়কে যানজট নিরসনে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২ টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজৈর পৌরসভা কতৃপক্ষ। এসময় টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপদের (সওজ) রেস্ট হাউজ পর্যন্ত প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়।
পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার মধ্যে বৃহত্তর একটি গরুর হাট বসে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে। কোরবানি ঈদে গরুর চাপ বেড়ে যায়। এসময় সড়কের পাশে অবৈধ স্থাপনা থাকায় গরু রাখার জায়গা সংকটে পড়তে হয় দূর-দূরান্ত থেকে আসা গরু বিক্রেতাদের।
প্রতিবছর সড়কের উপরেই শুরু হয় গরু বেচাকেনা। এতে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হয়। এজন্য পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে টেকেরহাট গরুর হাটের আসপাশে থাকা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত ২০ মে রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভ্যেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এসময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানীরা।
মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আসপাশে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুইদিনের সময় দেওয়া হয়েছিল। দুইদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানীরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি।
তিনি আরও বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে সওজ-এর রেস্ট হাউস পর্যন্ত সব সময় যানজট লেগেই থাকে। তাই যানজট নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য এই অভিযান চালানো হয়। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।