শেরপুরের নালিতাবাড়ী থানা ও দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) তিনি ওই পরিদর্শনে যান।
ওইসময় তিনি নালিতাবাড়ী থানার বিভিন্ন কক্ষ, অস্ত্রাগার ও হাজতখানা পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার প্রস্তাবিত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রে যান।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবু আব্দুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।