যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা।
প্রশিক্ষণে চৌগাছা উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি ও ধুলিয়ানী এই চারটি ইউনিয়নের মোট ৪৭ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন।