রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলগাজীতে অগ্নিকাণ্ডে ৪ টি দোকানসহ ৪টি অটোরিকশা পুড়ে যায় 

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১৯:৩৬
আপডেট  : ২৪ মে ২০২৫, ১৯:৪২
ফুলগাজীতে অগ্নিকাণ্ডে ৪ টি দোকানসহ ৪টি অটোরিকশা পুড়ে যায় 
ছবি: যায়যায়দিন

ফুলগাজীতে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে ৪টি দোকানসহ ৪টি অটোরিকশা পুড়ে যায়।

পুড়িয়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে বেলাল খন্দকারের অটোরিকশা মেকানিক দোকান, মহিউদ্দিনের ফুসকা দোকান, খলিল ও শামিমের অটোরিকশা গ্যারেজ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। তবে এসব দোকানগুলোতে রাতে অটোরিকশা ব্যাটারী চার্জে দেওয়ায় ছিল।

1

শনিবার (২৪ মে) ভোরে ফুলগাজী সদর বাজারের পাইলট স্কুল ফটকের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সময় সেখান দিয়ে আসেন, ফুলগাজী স্টার লাইন কাউন্টারের ম্যানেজার সামিম হোসেন। তিনি জানান, ভোরবেলায় সাইকেলে চড়ে কাউন্টারে আসার সময় দেখেন দোকান গুলোর ভেতর থেকে ধোঁয়াসহ আগুনের কুন্ডুলি বের হচ্ছে। এসময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন।

খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুনে ৪টি দোকান ও ৪টি ব্যাটারি চালিত অটোরিকশা পুড়িয়ে যায়।

পুড়িয়ে যাওয়া ব্যটারি চালিত অটোরিকশার মালিক বেলাল হোসেন (৫০) জানান, রাতে তাঁর অটোরিকশাটি চার্জে দিয়ে তিনি বাড়িতে চলে যান। ভোর রাতে মুঠোফোনে জানতে পারেন তাঁর দোকানে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন। ততক্ষণে তার দোকনের সবকিছু যেন শেষ হয়ে যায়। তবে ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

জানতে চাইলে ফুলগাজী ফায়ার সার্ভিসের ইনচার্জ তারেকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মতো হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে