জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে থানা পুলিশ। এসময় ড্রেজার মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়। শনিবার (২৪ মে) বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৩ মে) বিকালে সীমান্তবর্তী সাতানী পাড়া পাগল বাবার মাজারের পাশে অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গারো পাহাড়ের পাদদেশে পরিবেশের বিপর্যয় ঘটিয়ে আইনের তোয়াক্কা না করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন একটি প্রভাবশালী চক্র। ওই চক্রটি প্রশাসনের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থে বালু উত্তোলন করে এবং বিক্রি করে আসছেন। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বকশীগঞ্জ থানা পুলিশ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রæত পালিয়ে গেলে ড্রেজার মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।
পুলিশি অভিযানে বালু উত্তোলন বন্ধের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের দাবি, সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে একটি চক্র প্রতিনিয়ত ড্রেজার মেশিন ও বিভিন্ন কায়দায় বালু উত্তোলন করে গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। তারা বাধা দিলে মামলায় ফাঁসানোর হুমকি দিতেন বালু উত্তোলনকারীরা। অভিযানের পর পুলিশের এমন ভূমিকায় খুশি জনপ্রতিনিধিসহ পাহাড়ি জনপদের মানুষ।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, একটি চক্র পাহাড়ের নিচ থেকে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ড্রেজার মেশিন ও বালু জব্ধ করা হয়েছে। এঘটনায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।
বালু উত্তোলন বন্ধে পুলিশি অ্যাকশন অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।